1. বাসাটি নতুন করা হয়েছে, দুই তলা ফাউনডেশন করা বর্তমানে বাসাতে টিন লাগানো আছে।
2. মোট জায়গার পরিমাণ 4.50 ডিসিমিল।(সাড়ে চার ডিসিমিল)
3. জায়গার কাগজ করা আছে, জায়গা নিজের নামে রেজিষ্ট্রারি ও নামজারি করা আছে।
4. 3টি বেড রোম, 1টি বারেন্দা, 3টি বাথরুম, 1টি ডাইনিং রোম, 1টি ড্রয়িং রোম, 1টি কিচেন, আছে।
5. বাসার সামনে গাড়ি পারকিং করার সুবিধা আছে।
6. বাসাতে কারেন্ট ও পানির ব্যবস্থা আছে।
7. টুকেরবাজারে থেকে যেতে মাত্র 5-10 মিনিট সময় লাগে।
8. বাসার কাজ কমপ্লিট করা আছে।
9. বাসাটি জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে, প্রক্রিত ক্রেতাগণ যোগাযোগ করেন।